আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় জানুন
আপনি কি আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় জানতে চান? তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই পোস্টটিতে আমরা আপনাদের জন্য আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় সমূহ বিস্তারিত জানিয়ে দিব। এই বিষয়ে বিস্তারিত জানতে এখনি পোস্টটি পুরোটা মনোযোগ দিয়ে পড়ুন।
অনেক সময় আমাদের মিস ইউজ এর কারণে আইফোনের ব্যাটারি বেশিদিন টিকে না। এছাড়াও আইফোনের ব্যাটারি বেশিদিন টিকানোর সঠিক উপায় না জানার কারণে iPhone এর ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। সেজন্য iPhone এর ব্যাটারি ভালো রাখার উপায় জেনে রাখা আবশ্যক। তাই এই পোস্টটি হতে আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় বিশদভাবে জেনে নিন।
আইফোনের ব্যাটারি সম্পর্কে ধারণা
iPhone সঠিকভাবে চালানোর জন্য আইফোনের ব্যাটারির হেলথ ঠিক থাকা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাটারি হেলথ থেকে আপনি আপনার আইফোনের ব্যাটারির আয়ু কতটা তা জানতে পারবেন। যারা প্রথমবার iPhone ব্যবহার করেন তারা আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েন। আইফোনের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ না পেলে অনেককে এক্সট্রা পাওয়ার ব্যাংক ইউজ করতে দেখা যায়। অনেকে এ সমস্যার জন্য বার বার চার্জারও বদল করে থাকেন।
কিন্তু এর ভেতরে থাকা কিছু সেটিংস ও প্রয়োজনীয় কিছু নিয়ম মেনে চললে আপনি আপনার সাধের আইফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। তখন ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন আর ভালো ব্যাকআপ পেলে ব্যাটারি ডিসচার্জ সাইকেল ও ব্যাটারি ইউজ কম হবে। ফলে ব্যাটারিও দীর্ঘ সময় ধরে টেকসই হবে। এই পোস্টটির পরবর্তী অংশ হতে আপনারা আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় সম্পর্কে ধারণা পাবেন।
আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় সমূহ
বন্ধরা নিশ্চয়ই আপনারা আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় খুঁজছেন। তবে আর দেরি নয় আপনারা যাতে কার্যকর ভাবে iPhone এর ব্যাটারি হেলথ ভালো রাখতে পারেন সেজন্য আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় এখন বিস্তারিত তুলে ধরবো।
ডার্ক মোড ইউজ: iPhone এর ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য iPhone এর ডার্ক মোডটি ইউজ করতে পারেন। তাহলে ব্যাটারির চার্জ কম কাটবে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। ডার্ক মোড ইউজ করলে ব্রাইটনেস কমে যায় যা চোখের জন্যও ভালো।
Low Power চালু: আপনি ফোনে চার্জ দিতে পারতেছেন না কিন্তু এখন আপনার ফোনে চার্জের দরকার এমতাবস্থায় আইফোনের লো পাওয়ার অপশনটি চালু করে দিতে পারেন। এই অপশনটি চালু করলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রানিং, অটো ডাউনলোড, Email Fetching ইত্যাদি বন্ধ হয়ে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে।
নোটিফিকেশন অফ রেখে: iPhone এ সাধারণত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় নোটিফিকেশন এসে থাকে। বিভিন্ন অ্যাপ থেকে নোটিফিকেশন দিলে তা আপনার ব্যাটারির চার্জ ক্ষয় করে। তাই নোটিফিকেশন বন্ধ রেখে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারেন।
ফোন কেসে না রাখা: আইফোনের back cover এর মধ্যে ফোন রেখে ফোন চার্জে দিলে অনেক সময় ফোন গরম হয়ে যায়। এতে ব্যাটারির স্থায়ীত্ব ও ক্ষয় বেড়ে যেতে পারে। তাই যথা সম্ভব কভার থেকে ফোন খুলে চার্জে দিয়ে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারেন।
ঠান্ডা জায়গায় ফোন চার্জ দেওয়া: একেক স্থানের টেম্পারেচার একেক রকম থাকে। তাই অধিক তাপমাত্রার স্থানে চার্জ না দিয়ে যেখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে সেখানে ফোন চার্জে দিন। গরমস্থানে ফোন চার্জে দিলে ব্যাটারি ওভারহিট সমস্যা দেখা দেয়। আশা করি এতক্ষন এই প্যারাগ্রাফটি পড়ে আপনারা iPhone এর ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় জেনে ফেললেন।
iPhone এর ব্যাটারি চার্জের সঠিক নিয়ম
পোস্টের পূর্ববর্তী অংশ থেকে অলরেডি আপনারা iPhone এর ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় সম্পর্কে ধারণা লাভ করেছেন। সুতরাং সঠিক নিয়মে চার্জে দিলে আপনার ব্যাটারি স্থায়িত্ব বহু গুনে বেড়ে যাবে। এবার ব্যাটারি ভালো রাখার উপায় হিসেবে ব্যাটারি চার্জের সঠিক নিয়ম জেনে নিন।
- সব সময় এর এয়ারপ্লেন মোড অন করে চার্জে বসাবেন। এতে চার্জ যেমন দ্রুত হবে তেমনি ব্যাটারির স্থায়িত্ব বৃদ্ধি পাবে।
- কখনো দীর্ঘ সময় ধরে iPhone চার্জে লাগিয়ে রাখবেন না। এটি ব্যাটারির জন্য ক্ষতিকর। চার্জ শেষ হওয়ার মাত্রই চার্জার খুলে ফেলুন।
- কখনো অন্য কোন চার্জার দিয়ে চার্জে দিবেন না। সব সময় ফোনের সাথে প্রাপ্ত অরজিনাল চার্জার ব্যবহারের চেষ্টা করুন। এটি ব্যাটারি ভালো রাখার উপায় হিসেবে বেশ কার্যকর।
- ফোন চার্জে লাগিয়ে এর ব্যবহার করবেন না, এতে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়বে। তাই চার্জ থেকে খুলে ইউজ করুন।
- ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ও জাঙ্ক ফাইল ডিলিট করুন। এতে র্যামের উপর চাপ কমবে সাথে সাথে ব্যাটারির স্থায়ীত্ব বৃদ্ধি পাবে। সুতরাং, আপনারা আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় পূর্ণাঙ্গভাবে জেনে নিলেন।
আইফোনের ব্যাটারি ভালো আছে কিনা বুঝবেন কিভাবে?
ব্যাটারি কতটা ভালো রয়েছে তা বুঝার জন্য সব সময় iPhone এর ব্যাটারি হেলথ চেক করুন। যদি চেক করে দেখেন যে,আইফোনের ব্যাটারি হেলথ ৭৫% এর কম রয়েছে তবে দ্রুত ব্যাটারিটি এক্সচেঞ্জ করে ফেলুন। এছাড়াও চার্জে দেয়া অবস্থায় যদি আপনার iPhone এর হঠাৎ বন্ধ হয়ে যায় তবে বুঝবেন ব্যাটারি ভালো নেই। চার্জে ধীরগতি হলেও আইফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
সাধারণ কিছু প্রশ্ন ও উওর
আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় কি?
আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় গুলো নিচে দেয়া হলোঃ
- ডার্ক মোড ইউজ
- Low Power চালু
- নোটিফিকেশন অফ রেখে
- ফোন কেসে না রাখা
- ঠান্ডা জায়গায় ফোন চার্জ দেওয়া
উপসংহার
আপনারা যদি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে থাকেন তবে অবশ্যই আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় বিস্তারিতভাবে জানতে সক্ষম হয়েছেন। আইফোনের ব্যাটারি বেশীদিন পর্যন্ত ভালো রাখার উপায় আপনার অন্য বন্ধুদের জানাতে এখনই পোস্টটি শেয়ার করুন। পরিশেষে, iPhone সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিকস সমৃদ্ধ পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।