মোবাইল অ্যাপস দিয়ে ঘরে বসে ইনকাম করুন।

বর্তমান সময়ে প্রযুক্তির সময়,  এ সময়ে সবাই কোনো না কোনো মাধ্যম দিয়ে অনলাইন থেকে ইনকাম করে থাকেন তবে মনে রাখবেন আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারেন তাহলে আপনি আর বাকি সবার চাইতে পিছিয়ে পড়বেন।  হয়তো এই সময় আপনি বেকার রয়েছেন কিন্তু আপনার চারপাশের মানুষ ঠিক তাদের মত করে ইনকাম করছে।  অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে যে কেউ বর্তমান সময়ে বেকার নেই সবাই ইনকাম করছে।  তবে এই ইনকামের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে যেমন অনলাইন জগতে ইনকাম করতে হলে আপনাকে অনেকগুলো কাজের নাম বিবরণ এবং তথ্য জানতে হবে।  তার মধ্যে একটা হচ্ছে মোবাইল ফোনের অ্যাপ দিয়ে ইনকাম করা।  মোবাইলে ফোনের অ্যাপ দিয়ে ইনকাম করার পদ্ধতি রয়েছে যেমন মোবাইল ফোনের অ্যাপ বানিয়ে সেখানে,  গুগল অ্যাড মুভির অ্যাড কোড বসিয়ে ইনকাম করা,  স্টার্ট আইয়ো,  ওয়েবসাইট থেকে এড আইডি নাম্বার নিয়ে সেই আইডি নাম্বার অ্যাপের মধ্যে বসে ইনকাম করা।  এখন বর্তমান সময়ে দেখা যায় অনেকেই এরকম অ্যাপস বানিয়ে সেখানে এড কোড বসিয়ে সেই অ্যাপটা রিভিউ করিয়ে মানুষকে দিয়ে কাজ করিয়ে app থেকে ইনকাম করছে।

কোন অ্যাপ থেকে কিরকম ইনকাম

 ইনকামের সহজ যেহেতু মোবাইল ফোনের অ্যাপ দিয়ে,  অতএব আপনাকে অবশ্যই জেনে থাকতে হবে যে কোন অ্যাপ দিয়ে কেমন ইনকাম হবে,  যেমন কিছু অ্যাপ রয়েছে সেল্ফ ক্লিক যেখানে আপনি অ্যাড কোড বসিয়ে নিজেই সরাসরি কাজ করে ইনকাম করতে পারবেন।  আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলোর নাম ওয়ান টাস্ক।  এই ওয়ান টাস্ক অ্যাপ থেকে আপনি যদি একটি দল গঠন করে তাদেরকে দিয়ে কাজ করাতে পারেন তাহলে আপনি মোটা অ্যামাউন্ট এর ইনকাম করতে পারবেন। ধরুন আপনার আন্ডারে ১০০ জন লোক রয়েছে তাদেরকে আপনি প্রতিদিন দশ থেকে বিশ মিনিট সময় ধরে আপনার অ্যাপের মধ্যে কাজ করিয়ে নিচ্ছেন।  সে ক্ষেত্রে এই যে ১০০ জন লোক আপনার অ্যাপের মধ্যে এক ঘন্টা বা ২০ মিনিট সময় ধরে কাজ করল এর বিনিময়ে আপনাকে এড কোম্পানি একটা রেভিনিউ প্রদান করবে।  মানে যত বেশি লোক আপনার একটা ভিজিট করবে এবং অ্যাডগুলো দেখবে আপনার তত বেশি ইনকাম হবে। যদি এই লোক সংখ্যা আরো বেশি থাকে তাহলে আপনার ইনকাম আরো বেশি হবে।  লোক সংখ্যা যত সময় ধরে কাজ করবে আপনার ইনকাম তত বেশি বাড়তে থাকবে।  প্রতিটি অ্যাপ যখন কোন ব্যবহারকারী দেখবে তখন আপনার এড কোম্পানির একাউন্টের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হবে।  মানুষ যতবার আপনার এপের মধ্যে অ্যাড দেখবে ততবার আপনার এড কোম্পানির একাউন্টের মধ্যে ইমপ্রেশন জমা হবে।  মানুষ আপনার অ্যাপের মধ্যে অ্যাড দেখার পাশাপাশি যখন কোন অ্যাডের ভিতর ক্লিক করবে তখন আপনার এড কোম্পানির একাউন্টের মধ্যে ক্লিক জমা হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ওয়ান টাস্ক অ্যাপ থেকে বেশি ইনকাম করা সম্ভব।

সিপিএ মার্কেটিং করে ইনকাম ঘর বসে সফল হোন...

 কোন  অ্যাড নেটওয়ার্কের ইনকাম বেশি

অনলাইন মার্কেটপ্লেসে অ্যাড কোম্পানি হিসেবে অনেকগুলো বড় বড় কোম্পানি রয়েছে।  তাদের মধ্যে সেরা কিছু কোম্পানি যারা নতুন মার্কেটে জায়গা দখল করছে তাদের থেকে আপনি এড কোড দিয়ে কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন।  যেমনঃ start.io   admob,   adcolony,  yodo1, monetag. এ কোম্পানিগুলোর যেকোনো একটা থেকে আপনি অ্যাড কোড নিয়ে আপনার অ্যাপ বানানোর সময় সোর্স কোডের ভেতরে ঢুকিয়ে দিলে বেশি ইনকাম করতে পারবেন।  প্রতিটি কোম্পানির বিকল্প অর্থাৎ ভিন্ন ভিন্ন রকম সুবিধা রয়েছে এদের মধ্যে সবচেয়ে সেরা সুবিধা প্রদানকারী একটি কোম্পানি হচ্ছে মনিট্যাগ।  মনিটাকে মাত্র ১০০ ডলার হলেই আপনি প্রতি মাসে উইথড্র করে নিতে পারবেন অর্থাৎ সেগুলো ক্যাশ আউট করতে পারবেন।  আবার যদি আপনার একাউন্টের মধ্যে প্রতি মাসে 1000 ডলার জমা হয় তাহলে আপনি প্রতি মাসে অটোমেটিক্যালি আপনার ব্যাংকের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন।  কিন্তু যদি আপনি গুগলের এড দিয়ে কাজ করেন তাহলে আপনি হয়তো বেশি ইনকাম করতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে।  যেমন মাসে একবার পেমেন্ট নিতে পারবেন কিন্তু আপনার মিনিমাম পেমেন্ট হচ্ছে ১০০ ডলার হতেই হবে।  যদি আপনার একাউন্টে প্রতি মাসে ১০০ ডলার না হয় তাহলে যে মাসে 100 ডলারের পূর্ণ হবে আপনি সেই মাসে ওই নিতে পারবেন এবং এটা অটোমেটিক দেওয়া হয়।  এক্ষেত্রে বলাই সুবিধা হিসেবে করলে আপনি মনিটাইজ এবং অন্য অ্যাড কোম্পানি থেকে বেশি সুবিধা ভোগ করতে পারবেন।  অপরদিকে গুগলের এড নিয়ে কাজ করলে আপনি সুবিধা একটু কম পেলেও আপনার ইনকাম কিন্তু তুলনামূলকভাবে বেশি।  অবশ্যই এগুলোর পাশাপাশি অনেকে ফেসবুকের এড থেকে ইনকাম করছেন আপনি চাইলেও কিন্তু ফেসবুকের এড কোড ব্যবহার করে আপনার অ্যাপ থেকে ইনকাম বৃদ্ধি করতে পারেন।

নিজে ক্লিক করে কি ইনকাম হবে

 হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আপনার আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কোটিং কমপ্লিট করার পর নিজে ক্লিক করে ইনকাম করতে পারেন।  কিন্তু এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এড কোম্পানি চাই যে আপনার অ্যাপের মধ্যে তাদের এড গুলো দেখানো হোক এবং এড গুলো দেখে মানুষ পণ্য ক্রয় করুক।  তাই আপনি নিজের এডের মধ্যে ক্লিক করে যদি ইনকাম করেন তাহলে সেই কোম্পানির কোন স্থানের বৃদ্ধি পাবে না বরং আপনি ইনকাম পাচ্ছেন।  এতে কোম্পানির লসের মুখোমুখি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ হয় যেমন যে সমস্ত অ্যাড কোম্পানিগুলো নতুন লঞ্চ করা হয় সেগুলো থেকে নিজে ক্লিক করে আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন। নিজে ক্লিক করে ইনকাম করতে হলে আপনি ওয়েবসাইটে এড বসিয়েও ইনকাম করতে পারেন।  নিজে ক্লিক করে ইনকাম করার মত বর্তমানে সেরা কিছু এড কোম্পানির রয়েছে তাদের মধ্যে একটার নাম হচ্ছে মনি ট্যাগ আরেকটা নাম হচ্ছে অ্যাডস্ট্যেরা।  আপনি এই দুটি কোম্পানি থেকে যেকোনো একটা এড কোড নিয়ে ওয়েবসাইট এবং অ্যাপ থেকে নিজে ক্লিক করে ইনকাম করতে পারেন।  এক্ষেত্রে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন খুব কম সময়ের ভিতরে তবে আপনার একটা কিন্তু প্রফেশনাল হতে হবে এবং আপনাকে নিয়ম মেনে সঠিক উপায়ে কাজ করতে হবে।  কাজ করার ক্ষেত্রে আপনি অতিরিক্ত বেশি ক্লিক করলে এবং বেশি লোভ করলে আপনার একাউন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আপনাকে লিমিটের মধ্যে থেকে কাজ করতে হবে তাহলে আপনি নিজে ক্লিক করে ইনকাম করতে পারবেন যদি আপনার কৌশল গুলো সঠিক থাকে। 

আরো জানুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায় জেনে নিন..

আমি কি নিজে অ্যাপ তৈরি করতে পারব

আপনি চাইলে নিজেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অ্যাপ তৈরি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ডেভেলপার হতে হবে এমন কোন মানে নেই আপনি কোডিং ছাড়াও সুন্দর সুন্দর ডিজাইনের ইফতারি করতে পারবেন।  বর্তমান সময়ে কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে আপনি অ্যাপ তৈরি করে সেখান থেকেও ইনকাম বাড়াতে পারেন।  যেমন কডুলার,  অ্যাপস বিল্ডার,  এ পি জেন  এরকম আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো গুগলের সার্চ করলে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে।  আপনি চাইলে এরকম ওয়েবসাইট থেকে কোডিং না করেও আপনি ছক এবং ব্লক সাজিয়ে নিয়ে অ্যাপ তৈরি করতে পারেন। এই অ্যাপ গুলো তৈরি করার ক্ষেত্রে আপনাকে কোন প্রকার টাকা খরচ করতে হবে না।  এবং ইউটিউবে যদি সার্চ করেন তাহলে এমন অনেক ভিডিও পাবেন যেগুলো দেখে আপনি নিজে অ্যাপ বানাতে পারেন।  আমার চেনা এমন  ইউটিউব চ্যানেল রয়েছে যারা অ্যাপ থেকে ইনকাম করার জন্য এবং নিজের অ্যাপ নিজে বাড়ানোর জন্য খুবই সুন্দর ভিডিও বানিয়ে থাকে।  আপনি যদি তাদের ভিডিও দেখে অ্যাপ বানানো এবং অনলাইন থেকে ইনকাম করার কাজ শিখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন।  তাদের চ্যানেলটির নাম হচ্ছে  Helpline Perfect Touch. এই চ্যানেল থেকে আপনি অতি সহজে অ্যাপ বানানো অনলাইন থেকে ইনকাম এবং অ্যাপ থেকে ইনকামের বিভিন্ন রকমের সহজ টিউটোরিয়াল বাংলা ভিডিও পেয়ে যাবেন।  যেগুলো আপনাকে বেসিক লেভেল থেকে শুরু করে এডভান্স লেভেলে পর্যন্ত গাইড করবে।  অতএব আপনি চাইলে নিজেও অ্যাপ বানিয়ে নিতে পারেন।

কোন কান্ট্রি দিয়ে কাজ করালে ইনকাম বেশি

আমাদের এশিয়া মহাদেশে অনেক ট্রাফিক রয়েছে যেমন বাংলাদেশ ভারত এবং পাকিস্তান।  যদি আপনার অ্যাপের মধ্যে বাংলাদেশ,  ভারত এবং পাকিস্তানের ভিউয়ার্স বেশি আনাকোনা বা প্রবেশ করে তাহলে আপনার ইনকাম তুলনামূলক কম থাকবে।  আবার ওই অ্যাপের মধ্যে যদি ভাইয়ের কান্ট্রি যেমন আমেরিকা,  ডেনমার্ক,  কানাডা বা ইউরোপীয় এবং পশ্চিমা দেশের কোন জনগণ বা ট্রাফিক সোর্স আপনার অ্যাপ ব্যবহার করে থাকে তাহলে আপনার ইনকাম তিনগুণ থেকে ১০গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে।  আপনার অ্যাপের মধ্যে যদি সাধারণ লোকজন কাজ করে থাকে তবে তাদেরকে আপনি, v(p)n দিয়ে কাজ করতে বলবেন এর ফলে আপনার অ্যাপ এর সিপিএম রেট বৃদ্ধি পাবে এবং আপনি ইনকাম বাড়িয়ে নিতে পারবেন।  যেহেতু ইউরোপীয় এবং পশ্চিমা কান্ট্রিদের সিপিএম রেড অনেক হাই তাহলে আপনি এখান থেকে কাজ করলে হাই ইনকাম অর্জন করতে পারবেন।  আমার জানামতে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে চাইলে যে সমস্ত কান্ট্রি গুলো দিয়ে কাজ করাতে পারেন সেগুলো হলোঃ  আমেরিকা,  কানাডা,  সুইজারল্যান্ড,  ডেনমার্ক,  সিঙ্গাপুর,  সৌদি আরবিয়া,  এই সমস্ত দেশের সিপিএম অনেক বেশি তাই আপনি এই সমস্ত দেশ বা ইউজার দিয়ে কাজ করলে বেশি ইনকাম করতে পারবেন। 

আরো জানুনঃ ইমেইল মার্কেটিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা..

মাসের কোন দিনগুলোতে ইনকাম বেশি

অ্যাপ দিয়ে কাজ করতে হলে ইনকাম কোন মাসে বেশি বা মাসের দিনগুলোতে বেশি সেগুলো আপনার জেনে থাকা প্রয়োজন।  মাসে শুরুতে সিপিএম রেড অনেক কম থাকে এবং ইনকামের মাত্রা কিছুটা কম হয়।  অপরদিকে মাসের শেষে সিপিএমের রেট অনেক বেশি হয় তাই মাসের শেষে যদি আপনি কাজ করাতে পারেন তাহলে আপনার ইনকাম বেশি বৃদ্ধি পাবে।  আর যদি এটা বাৎসরিক হিসাব করেন তাহলে প্রতিবছরের ডিসেম্বর মাসের দিকে ইনকামের মাত্রা অনেক বেশি হয়ে থাকে।  যেহেতু বছরের শেষ মাস সেহেতু আপনি এই সময়ে খুব বেশি পরিশ্রম করে অনেক বেশি লোক সংখ্যা দিয়ে কাজ করিয়ে আপনার ইনকাম বৃদ্ধি করাতে পারেন।  এরকম অনেক রয়েছে যারা শুধুমাত্র মাসের শেষের পাঁচ দিন কাজ করে প্রতি মাসে দুই থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকে।  এই ইনকাম চাইলে যে কেউ করতে পারে সে ক্ষেত্রে অবশ্যই আপনার একটি এন্ড্রয়েড ডেভেলপার এর কাছ থেকে ভালো উচ্চ মানের অ্যাপ নিতে হবে।  সেখানে ভালো এড কোম্পানির অ্যাড বসাতে হবে এবং মাসের শেষের দিকে আপনাকে বেশি বেশি লোক দিয়ে কাজ করাতে হবে।  আপনি চাইলে এই টিপসগুলো ভিডিও আকারে ফলো করতে পারেন সে ক্ষেত্রে ওপরে উল্লেখ করা ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখতে পারেন।  তারা আপনাকে প্রতিটি কাজ প্রতিটি সময় সবকিছু পরিষ্কারভাবে উপস্থাপন করে গাইড করবে।  তাদের দেখানো পদ্ধতি ফলো করলে আপনি মাসের শেষের দিকে ইনকাম বেশি অর্জন করতে পারবেন।  আশা করছি আপনি আমাদের টিপস গুলো পড়ে অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে আমাদের এই পোস্টের নিচে একটা কমেন্ট করবেন। 

Previou Movie Next Movie