মিনি অটো রাইস মিলের দাম কত জেনে নিন

আপনি কি অটো রাইস মিল কিনতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটিতে আমি মিনি অটো রাইস মিলের দাম কত সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানাবো। আপনি যদি একজন বেকার হন কিংবা কোন একটি মেশিন কিনে খুব সহজেই নিজের জীবিকা নির্বাহ করতে চান, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ। 

মিনি অটো রাইস মিলের দাম কত

কারণ এই আর্টিকেলটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে পড়েণ, তাহলে আপনি মিনি অটো রাইস মিলের দাম কত, মিনি অটো রাইস মিল এর সুবিদা সহ মিনি অটো রাইস মিলের সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন। 

মিনি অটো রাইস মিলের সুবিদা

বর্তমানে আমাদের দেশের হাজার হাজার যুবক চাকরি না পেয়ে বেকার বসে আছে। আবার অনেকেই অল্প খরচে বিভিন্ন ধরণের মেশিন কিনে নিজেদের জীবিকা নির্বাহ করতেছে। আপনি চাইলে খুব অল্প টাকায় মিনি অটো রাইস মিল কিনে খুব সহজেই নিজের জীবিকা নির্বাহ করতে পারেন। বর্তমানে মিনি অটো রাইস মিল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। 

মিনি অটো রাইস মিলের বিভিন্ন ধরণের সুবিদা রয়েছে। যেমনঃ 

১। একটি মাত্র মিনি অটো রাইস মিল দিয়ে ধান, গম, হলুদ, মরিচ,গুরি ইত্যাদি ভাঙ্গানো যায়। 

২। এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় প্রায় ১৮০ কেজি ধান ভাঙ্গানো যায়।

৩। এটি খুব সহজেই সকল বাসা বাড়ির ২২০ ভোল্ট কারেন্টে চালানো যায়। অতিরিক্ত ভোল্টের দরকার হয় না। 

৪। মিনি অটো রাইস মিল ব্যবহার করা খুবই সহজ।

৫। এই মেশিন মাত্র একজন লোকেই খুব সহজে ব্যবহার করতে পারে। অতিরিক্ত জনবলের দরকার হয় না।

৬। এই মেশিনটি চাইলে যে কোন এক জায়গায় স্থায়ী ভাবেও ব্যবহার করা যায়। আবার চাইলে গাড়িতে বসিয়ে বাড়ীতে বাড়ীতে নিয়েও ব্যবহার করা যায়।

৭। এই মিনি অটো রাইস মিল ব্যবহার করে একজন বেকার যুবক খুব সহজেই প্রতিদিন ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত খুব সহজেই ইনকাম করতে পারে।

৮। এই মেশিন গুলোর সকল প্রকার যন্ত্রপাতি খুব সহজেই আমাদের দেশে পাওয়া যায়। 

৯। এই মিনি অটো রাইস মিলের দাম খুব সীমিত হওয়ার কারণে যে কেউ এটি কিনতে পারে। 

১০। এই মেশিন ব্যবহার করার ক্ষেত্রে বিদ্যুত খরচ খুবই কম। 

মিনি অটো রাইস মিলের দাম কত

নিচে আমি আপনাদের সুবিদার জন্য মিনি অটো রাইস মিলের দাম কত এবং এর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। তবে আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ এই মেশিনটি কেনার পর্বে অবশ্যই খুব ভালো ভাবে যাচাই বাচাই করে তারপর কিনবেন। সেই সাথে আমি মনে করি, অনলাইন থেকে এটি না কিনে সরাসরি দোকানে গিয়ে কিনলে আপনাদের প্রতারিত হবার সম্বাবনা থাকবে না। 

আর একটি কথা না বললেই নয়, আমার এই আর্টিকেলটি শুধু মাত্র আপনাদের এই মেশিন সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য। এই মেশিন আমি নিজে বিক্রি করিনা। তাই কেনার পর্বে অবশ্যই ভালো ভাবে যাচাই বাচাই করে তারপর নিজে দায়িত্ব নিয়ে কিনবেন।  

যাইহোক, তাহলে চলুন জেনে নেয়া যাক, মিনি অটো রাইস মিলের দাম কত এবং এই মেশিন সম্পর্কে বিস্তারিত।

মেশিনের নামঃ মিনি অটো রাইস মিল 

উৎপাদক দেশঃ চীন

উৎপাদন ক্ষমতাঃ প্রতি ঘণ্টায় ১৮০ কেজি

বিদ্যুত কত ভোল্ট প্রোয়োজনঃ ২২০ ভোল্ট

মেশিনের ওজনঃ ৫১ কেজি

ডাইমেনশনঃ (L*W*H):১২৩০*৪০০* ১১২০mm

ওয়ারেন্টিঃ কোন ওয়ারেন্টি নেই ( বিক্রেতা ১ বছর ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকে)

মেশিনের কালারঃ সবুজ অথবা লাল

কি কি ভাঙ্গানো যায়ঃ ধান,গুরি,গম,ভুট্টা,হলুদ,মরিচ ইত্যাদি 

পাওয়ারঃ ২.২ কিলোওয়াট 

ফাংশনঃ রিমোভিং সেল

কোথায় ব্যবহার করা যাবেঃ স্থায়ী ভাবে বাসায় তবে গাড়িতে বসিয়ে বিভিন্ন স্থানে ব্যবহার করা যাবে

কোথায় পাবেনঃ অনলাইন অথবা অফলাইন দুই ভাবে কেনা যাবে, তবে সরাসরি দোকান থেকে যাচাই বাচাই করে কেনা উওম। ঢাকার নবাব পুর সকল মেশিনের দোকানে পাওয়া যাবে। 

মিনি অটো রাইস মিলের দাম কতঃ ৬০,০০০ থেকে ৭৫,০০০ টাকা মাত্র

বিঃদ্রঃ ( যেহেতু সময় পরিবর্তনের সাথে সাতে জিনিস প্ত্রের দাম কম বেশি হয় তাই এর দাম কিছুটা কম বেশি হতে পারে। তাই অবশ্যই যাচাই করে কিনবেন) 

শেষকথা

প্রিয় পাঠক, এই আর্টিকেলটিতে আমি আপনাদের সুবিদার জন্য মিনি অটো রাইস মিলের দাম কত এবং মিনি অটো রাইস মিলের সুবিদা সহ এই মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার মাধ্যমে বিস্তারিত ধারণা দেওয়ার চেস্টা করেছি। আশা করি, আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ

Previou Movie Next Movie