মালচিং করার প্রয়োজনীয়তা কি
প্রিয় পাঠক ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম,আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা কৃষি কাজ করেন তাদের অনেকেই মালচিং কি,মালচিং কেনো ব্যবহার করা হয়,মালচিং করার প্রয়োজনীয়তা কি,মালচিং এর সুবিদা-অসুবিদা ইত্যাদি বিষয় গুলো জানেন না কিংবা অনেকেই আংশিক জানেন। তাহলে এই আর্টিকেলটি আপনাদের জন্য।
এই আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে মালচিং কি,মালচিং কেনো ব্যবহার করা হয়,মালচিং করার প্রয়োজনীয়তা কি,মালচিং এর সুবিদা-অসুবিদা ইত্যাদি বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা যারা এখনো কৃষি কাজে মালচিং ব্যবহার করেন না তারা আমার এই পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়ুন।
মালচিং কি?
মালচিং করার প্রয়োজনীয়তা কি তা জানার আগে আপনাদের জানতে হবে মালচিং কি? বিভিন্ন সরজি বা ফসলের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রনের জন্য,ভালো ফলন এবং মাটির উর্বরতা ভালো রাখার জন্য খড়,কচুরিপানা,মালচিং পেপার ইত্যাদি দিয়ে ডেকে দেয়াকেই মালচিং বলে।
আরো পড়ুনঃ মালচিং পেপার কি? মালচিং পেপার ব্যবহারের নিয়ম
মালচিং পেপার কি?
আমাদের দেশের কৃষকরা খড় বা কচুরিপানা দিয়ে মালচিং করে থাকে। তারা অনেকেই মালচিং পেপার কি তা জানেনা। তাই মালচিং করার প্রয়োজনীয়তা কি তা জানা যেমন জরুরি ঠিক তেমনি মালচিং পেপার কি তাও জানা খুর জরুরি। কারন আধুনিক চাষাবাদের ক্ষেত্রে মালচিং পেপার খুব গুরুত্ব পূর্ণ।
মালচিং পেপার হচ্ছে কৃষি কাজে ব্যবহার করার জন্য এক ধরনের বিশেষ পলিথিন বা কাগজ যার এক সাইট সিলভার কালার এবং আরেক সাইট কালো কালার। যেটি শুধুমাএ কৃষি কাজেই ব্যবহৃত হয়ে থাকে।
মালচিং পেপার কেনো ব্যবহার করা হয়
বর্তমানে সারা পৃথিবী উন্নত হচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সারা পৃথিবীর কৃষি উন্নত হচ্ছে। সেই সাথে আমাদের দেশের কৃষিও দিন দিন এগিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার, চাষ ও শ্রমিকের মজুরি সহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে ।
আরো পড়ুনঃ আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ
চাষের ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করেও অনেক সময় চাষিরা লসের সম্মুখীন হয়। তাই আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হওয়ার জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদ বাড়ছে । আর এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার জন্যই মালচিং পেপার ব্যবহার করা হয়ে থাকে। মালচিং পেপার আধুনিক কৃষিতে একটি বিস্ময়কর আবিস্কার।
মালচিং করার প্রয়োজনীয়তা কি
আধুনিক স্মার্ট কৃষিতে মালচিং করার প্রয়োজনীয়তা আপরিসীম। মাটির রস সংরক্ষণে,মাটির উর্বরতা বৃদ্ধিতে এবং আগাছা থেকে থেকে মুক্তি পেতে বহু বছর ধরে আমাদের দেশের কৃষকরা মালচিং পদ্ধতির ব্যবহার করে আসছিলো কিন্তু আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ চালু হওয়ার পর সহজে আগাছা নিয়ন্ত্রনের জন্য এবং মাটির উর্বরতা ধরে রাখার জন্য মালচিং করার প্রয়োজনীয়তা আরো অনেক বেশি।
মালচিং পদ্ধতিতে চাষাবাদের সুবিদাগুলো জানলেই আপনারা মালচিং করার প্রয়োজনীয়তা কি তা আরো ভালো ভাবে বুজতে পারবেন।
মালচিং পদ্ধতিতে চাষাবাদের সুবিদা
মালচিং করার প্রয়োজনীয়তা কি তা জানার জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদের সুবিদা গুলো জানা খুব দরকার। মালচিং পদ্ধতি হল কৃষি এবং বাগানে চাষের ক্ষেত্রে একটি জনপ্রিয় পদ্ধতি যাতে খড়,কচুরিপানা বা মালচিং পেপার দিয়ে মাটি ঢেকে রাখা হয়। এই কৌশলটি মাটির উর্বরতা এবং উদ্ভিদের বৃদ্ধি এবং মাটি ব্যবস্থাপনার জন্য অনেক ধরনের সুবিধা প্রদান করে।
আর্দ্রতা সংরক্ষণ: মালচিং পদ্ধতি ব্যবহার করলে মাটিতে আর্দ্রতা ঠিক থাকে এবং মাটি খুব তারা তারি শুকায় না । ফলে ঘন ঘন সেচ দিতে হয় না। অর্থাৎ এটি মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ঘন ঘন সেচের হাত থেকে বাচায় এবং জল সম্পদ সংরক্ষণ করে। ফলে কৃষকের সেচের খরচ কম লাগে।
আগাছা দমন: মালচিং একটি প্রতিবন্ধকতা তৈরি করে যা সূর্যালোককে বাধা দিয়ে আগাছার বৃদ্ধিকে বাধা দেয় যার ফলে জমিতে আগাছা কম হয়। আর জমিতে আগাছা কম হলে অনেক গলো উপকার হয়। যেমনঃ জমিতে আগাছা কম হলে আগাছা নিড়ানি খরচ কমে যায় এবং জমিতে আগাছা কম হলে জমিতে পোকামাকড়ের আক্রমন অনেক কমে যায় ফলে কীটনাশক খরচ অনেক কমে যায়।
অর্থাৎ উৎপাদন খরচ অনেক কমে যায়। শুধু তাই নয় জমিতে আগাছা কম হলে যে কোনো ফসলের ফলন অনেক বেশি হয়।
তাপমাত্রা নিয়ন্ত্রণ: মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে যেহেতু সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে পারে না তাই মাটির তাপমাত্রা নিয়ন্ত্রনে থাকে। গরম আবহাওয়ায়, এটি মাটিকে ঠান্ডা রাখে এবং ঠান্ডা আবহাওয়ায়, এটি উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে, ভাল শিকড় বৃদ্ধি এবং সামগ্রিক উদ্ভিদের স্বাস্থ্যের বৃদ্ধিতে সাহায্য করে।
মাটির ক্ষয় রোধ: মালচিং ব্যবহারের ফলে যেহেতু বৃষ্টির পানি সরাসরি মাটির উপরিভাগে পড়তে পারে না তাই বৃষ্টিপাতের প্রভাব কমিয়ে মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। এটি মাটির গঠনকেও স্থিতিশীল রাখে এবং এটি মাটিকে বাতাস এবং জল থেকে ক্ষয়ের প্রবণতা কম করে।
কীটনাশক খরচ কমায়ঃ মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে যেহেতু জমিতে আগাছা অনেক কম হয় তাই জমিতে বিভিন্ন খতিকর পোকামাকড়ের আক্রমন অনেক কম হয়। যার ফলে কৃষকের কীটনাশক খরচ অনেক কম লাগে।
সারের খরচ কমায়ঃ মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে যেহেতু আগাছা অনেক কম হয় তাই যেহেতু আগাছা জমির সার খেতে পারে না তাই জমিতে কম সার প্রয়োগ করতে হয়। ফলে সারের খরচ কম লাগে।
এছাড়াও আধুনিক কৃষিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদের আরোও অনেক সুবিদা রয়েছে।
সাধারণ কিছু প্রশ্ন ও উওর
মালচিং কি?
বিভিন্ন
সরজি বা ফসলের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রনের জন্য,ভালো ফলন এবং মাটির
উর্বরতা ভালো রাখার জন্য খড়,কচুরিপানা,মালচিং পেপার ইত্যাদি দিয়ে ডেকে
দেয়াকেই মালচিং বলে।
মালচিং পেপার কি?
মালচিং পেপার হচ্ছে কৃষি কাজে ব্যবহার করার জন্য এক ধরনের বিশেষ পলিথিন বা কাগজ যার এক সাইট সিলভার কালার এবং আরেক সাইট কালো কালার। যেটি শুধুমাএ কৃষি কাজেই ব্যবহৃত হয়ে থাকে।
মালচিং পদ্ধতিতে চাষাবাদের সুবিদা কি?
মালচিং পদ্ধতি হল কৃষি এবং বাগানে চাষের ক্ষেত্রে একটি জনপ্রিয় পদ্ধতি যাতে খড়,কচুরিপানা বা মালচিং পেপার দিয়ে মাটি ঢেকে রাখা হয়। এই কৌশলটি মাটির উর্বরতা এবং উদ্ভিদের বৃদ্ধি এবং মাটি ব্যবস্থাপনার জন্য অনেক ধরনের সুবিধা প্রদান করে।
যেমনঃ
১.আর্দ্রতা সংরক্ষণ
২.আগাছা দমন
৩.তাপমাত্রা নিয়ন্ত্রণ
৪.মাটির ক্ষয় রোধ
৫.কীটনাশক খরচ কমায়
৬.সারের খরচ কমায়
উপসংহার-মালচিং করার প্রয়োজনীয়তা কি
প্রিয় পাঠক ভাই এবং বোনেরা আমি এই আর্টিকেলটিতে মালচিং কি?, মালচিং পেপার কি?,মালচিং পদ্ধতি কেনো ব্যবহার করা হয়,মালচিং করার প্রয়োজনীয়তা কি এবং মালচিং পদ্ধতি ব্যবহারের সুবিদা গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
আমি আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। "মালচিং করার প্রয়োজনীয়তা কি" এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ