স্মার্ট ১২১৭ টমেটো। এক বিঘা জমি থেকে ৩ লাখ টাকা আয় (প্রমান সহ) জানুন

আপনি কি স্মার্ট ১২১৭ টমেটো চাষ সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটিতে আমি স্মার্ট ১২১৭ টমেটো চাষ পদ্ধতি, স্মার্ট ১২১৭ টমেটো চাষে আয় ব্যয়, এবং কিভাবে স্মার্ট ১২১৭ টমেটো চাষ করে এক বিঘা জমি থেকে ৩ লাখ টাকা আয় করা যায়? এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

তাই আপনি যদি এই টমেটো চাষ করে এক বিঘা জমি থেকে ৩ লাখ টাকা আয় করতে চান,তাহলে পুড়ো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুণ।

স্মার্ট ১২১৭ টমেটো

আপনি যদি চাষে আগ্রহী হন তবে আপনি মালচিং পদ্ধতিতে স্মার্ট ১২১৭ টমেটো চাষ থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। আজকাল টমেটোর খুচরা দাম সারা বছরই প্রায় ৪০ থেকে ৫০ টাকার মধ্যে থাকে। টমেটো এমন একটি সবজি, যা মানুষ শুধু তাদের সবজি তৈরিতেই ব্যবহার করে না, সালাদ হিসেবেও খেয়ে থাকে। চলুন জেনে নেই এই টমেটো চাষ সম্পর্কে সবকিছু।

স্মার্ট ১২১৭ টমেটোর  বৈশিষ্ট্য

বর্তমানে আমাদের দেশে টমেটোর অনেক গুলো উন্নত জাত চাষ হয়ে থাকে। তার মধ্যে এই টমেটো জাতটি অন্যতম। স্মার্ট ১২১৭ টমেটো জাতটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। নিচে স্মার্ট ১২১৭ টমেটোর কিছু বৈশিষ্ট্য দেয়া হলোঃ

আরো পড়ুনঃ মঙ্গল রাজা টমেটো

১. টমেটোর গাছ ৪.৫ থেকে ৫ ফুট পর্যন্ত লম্বা হয় এবং অনেক ডাল পালা যুক্ত ঝোপালো হয়। 

২. টমেটোর জাতটি একটি উচ্চ ফলনশীল জাত।

৩.অন্যান্য জাতের তুলনায় এই জাতটিতে প্রায় দেড় গুণ ফলন বেশি হয়।

৪. স্মার্ট ১২১৭ টমেটো দেখতে চ্যাপ্টা এবং দেশি জাতের টমেটোর মত খাঁজ কাটা,টমেটো খেতে টক স্বাদ যুক্ত।

৫. চারা রোপণের ৬০- ৬৫ দিন পর থেকে বাজারজাত করা যায়।

৬. প্রতিটি ঝোপায় গড়ে ৬ টি করে টমেটো ধরে।

৭. স্মার্ট ১২১৭ টমেটোর প্রতিটি গাছে প্রায় ১০০-১২০ টি টমেটো ধরে থাকে, এবং প্রতিটি টমেটোর গড় ওজন ৮০ থেকে ১০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।  

৮. বার বার ফুল দেয় যার কারনে প্রায় ৬-৭ মাস টানা ফলন পাওয়া যায়।

৯. এই জাতটি লিফ কার্ল, ঢলে পড়া এবং ভাইরাস প্রতিরোধী।

১০. প্রতিটি গাছে গড়ে প্রায় ৭ থেকে ৮ কেজি ফলন দিয়ে থাকে। 

স্মার্ট ১২১৭ টমেটো কেনো চাষ করবেন? 

স্মার্ট ১২১৭ টমেটো যেহেতু উচ্চ ফলনশীল একটি জাত এবং এটি ভাইরাস প্রতিরোধি একটি জাত। শুধু তাই নয় এই টমেটো যেকোন প্রতিকূল আবহাওয়ায় ও ভালো ফলন দেয়। স্মার্ট ১২১৭ টমেটোর জাতটি গ্রাফটিং এবং গ্রাফটিং ছাড়া দুই ভাবেই চাষ করা যায়।  

অন্যান্য জাতের টমেটোর তুলনায় যেহেতু অনেক বেশি ফলন দেয় তাই এই ট্মেটো বানিজ্যিক ভাবে চাষ করলে লস হওয়ার সম্বাবনা থাকে না এমনকি অনেক বড় একটা লাভ পাওয়ার সম্বাবনা থাকে। এমনকি স্মার্ট ১২১৭ টমেটো চাষ করে এক বিঘা জমি থেকে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করা যায়। আর তাই আমাদের উচিত এই টমেটোর জাতটি চাষ করা। 

স্মার্ট ১২১৭ টমেটো চাষে আয় ব্যয় 

আমাদের দেশের যারা স্মার্ট কৃষক আছে তারা যে কোনো ফসল চাষ করার আগে আয় ব্যয় সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চায় এবং এটা জানা খুব জরুরি। কারণ যে কোনো সচেতন স্মার্ট কৃষক যে কোনো ফসল চাষ করার আগে আয় ব্যয় সম্পর্কে জেনে সুন্দর একটি পরিকল্পনা করে চাষ করে থাকে এবং একজন সচেতন স্মার্ট কৃষকের বৈশিষ্ট্য এটি। 

আর তাই স্মার্ট ১২১৭ টমেটো চাষ সম্পর্কে আলোচনা করার আগে এর আয় ব্যয় সম্পর্কে আলোচনা করলাম।

আরো পড়ুনঃ মালচিং পদ্ধতিতে টমেটো চাষ

এক বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ১২১৭ টমেটো চাষ করলে কত টাকা আয় হতে পারে কিংবা কত টাকা ব্যয় হতে পারে তার একটি হিসাব নিচে দেয়া হলোঃ

স্মার্ট ১২১৭ টমেটো চাষে ব্যয়

১. জমি চাষ বাবদ খরচ = ২০০০ টাকা

২. সার বাবদ খরচ = ১২০০০ থেকে ১৫০০০ টাকা

৩. কীটনাশক খরচ = ১২০০০ থেকে ১৫০০০ টাকা

৪. লেবার বাবদ খরচ = ১০০০০ টাকা

৫.মাচা বাবদ খরচ = ১৫০০০ টাকা 

৬.সেচ খরচ = ৩০০০ টাকা

৭.মালচিং বাবদ খরচ = ৭০০০ টাকা (মালচিং পেপার ব্যবহার করা উওম)

সর্বমোট এক বিঘা জমিতে স্মার্ট ১২১৭ টমেটো চাষ করলে (২০০০+১৫০০০+১৫০০০+১০০০০+১৫০০০+৩০০০+৭০০০)=৬৭০০০ টাকা অর্থাৎ ৭০০০০ টাকা ধরা যায়। 

স্মার্ট ১২১৭ টমেটো চাষে আয় 

আধুনিক পদ্ধতিতে চারা থেকে চারা ১৫ ইঞ্চি দূরত্বে এবং লাইল থেকে লাইনের দূরত্ব যদি ২৭ ইঞ্চি হয় এবং ৩ ফুটের প্রতিটি বেডে যদি ২ টি করে লাইন চারা রোপণ করা হয় তাহলে এক বিঘা জমিতে ৩ হাজার স্মার্ট ১২১৭ টমেটোর চারা রোপণ করা যায়। 

যদি সঠিক পরিচর্যা করা হয় স্মার্ট ১২১৭ টমেটোর প্রতিটি গাছে গড়ে ৬ থেকে ৭ কেজি ফলন দিয়ে থাকে। ধরা যাক, প্রতিটি গাছে যদি গড়ে ৪ কেজি ফলন পাওয়া যায়, আর প্রতিকেজি টমেটো যদি গড়ে ৪০ টাকা কেজি বিক্রি করা যায় ,তাহলে ৪ কেজি মরিচের দাম ১৬০ টাকা। ধরা যাক, ৩০০০ গাছ থেকে ৫০০ গাছ মারা গেল তাহলে ২৫০০ গাছ থাকে। তাহলে হিসাব করেন (২৫০০ × ১৬০) = ৪,০০০০০ টাকা। 

আমরা জানি,আমাদের দেশে কিছু কিছু সময় টমেটোর কেজি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত তাহলে চিন্তা করেন, স্মার্ট ১২১৭ টমেটো চাষ করে কত টাকা আয় করা সম্বব। আবার কউ যদি ১০ বিঘা জমিতে বানিজ্যিক ভাবে এই টমেটো চাষ করে তাহলে তার কত টাকা আয় হবে শুধু একবার চিন্তা করে দেখেন।

সুতরাং আমরা বলতে পারি, কেউ যদি এক বিঘা জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট ১২১৭ টমেটো চাষ করে সে অনায়াসে ৫ থেকে ৬ মাসে ৩ লাখ টাকা খুব সহজেই আয় করতে পারে।

স্মার্ট ১২১৭ টমেটো চাষ পদ্ধতি 

আমাদের দেশে টমেটোর বানিজ্যিক চাষ হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশের কৃষকরা অনেক উন্নত হাইব্রিড জাতের টমেটো চাষ করে থাকে। এই উন্নত জাত গুলোর মধ্যে এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত। আধুনিক পদ্ধতিতে স্মার্ট ১২১৭ টমেটো চাষ করে উচ্চ ফলন পাওয়া যায় এবং কৃষকরা ভালো লাভবান হতে পারে।

তাই আমাদের উচিত উন্নত প্রযুক্তিতে স্মার্ট ১২১৭ টমেটো চাষ করা। কারণ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের কৃষি উন্নত হচ্ছে। তার সাথে সাথে আমাদের দেশের কৃষিও দিন দিন প্রযুক্তির ছোয়ায় এগিয়ে যাচ্ছে। 

তাই আমরা যারা নতুন কৃষি কাজের সাথে যুক্ত হবো কিংবা যারা স্মার্ট কৃষি উদ্ধোক্তা আছি,যারা স্মার্ট ১২১৭ টমেটো চাষ করতে চায়,তাদের সকলেই উচিত উন্নত প্রযুক্তিতে এই টমেটো চাষ করা।

আরো পড়ুনঃ আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ

স্মার্ট ১২১৭ টমেটো উন্নত প্রযুক্তিতে চাষ করতে হলে বেশ কিছু বিষয় মেনে চাষ করতে হবে। যেমনঃ

১. উপযুক্ত মাটি নির্বাচন করা

২. উপযুক্ত তাপমাত্রা ও জলবায়ু নির্বাচন করা

৩. সঠিক ভাবে জমি প্রস্তুত করা

৪. সঠিক ভাবে সার ব্যবস্থাপনা

৫. উন্নত প্রযুক্তিতে স্মার্ট ১২১৭ টমেটোর চারা তৈরি বা শত ভাগ চারা সংগ্রহ করা বা গ্রাফটিং টমেটো চারা সংগ্রহ করা।

৬. সঠিক ভাবে বেড তৈরি

৭. বেডে অবশ্যই মালচিং পেপার ব্যবহার করতে হবে

৮. সঠিক নিয়মে চারা রোপণ

৯. সঠিক নিয়মে পরিমাণ মত সেচ দেওয়া

১০. সঠিক সময়ে সঠিক কীটনাশক স্প্রে করা (অবশ্যই নিয়মত সিডিউল স্প্রে করতে হবে)

১১. সঠিক সময়ে আগাছা পরিস্কার করা 

স্মার্ট ১২১৭ টমেটো চাষ করার ক্ষেত্রে এই সকল বিষয় মেনে উন্নত প্রযুক্তিতে চাষ করলে অবশ্যই ভাল মানের একটা প্রফিট অর্জন করা সম্বব।

সাধারণ কিছু প্রশ্ন ও উওর 

স্মার্ট ১২১৭ টমেটোর  বৈশিষ্ট্য কি কি?

স্মার্ট ১২১৭ টমেটোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তারমধ্যে সেরা ৫ টি বৈশিষ্ট্য নিচে দেয়া হলোঃ 

১. এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত।

২. স্মার্ট ১২১৭ টমেটো দেখতে চ্যাপ্টা এবং দেশি জাতের টমেটোর মত খাঁজ কাটা, টমেটো খেতে টক স্বাদ যুক্ত।

৩. চারা রোপণের ৬০- ৬৫ দিন পর থেকে বাজারজাত করা যায়।

৪. প্রতিটি গাছে প্রায় ১০০-১২০ টি টমেটো ধরে থাকে, এবং প্রতিটি স্মার্ট ১২১৭ টমেটোর গড় ওজন ১০০ থেকে ১২০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

৫. বার বার ফুল দেয় যার কারনে প্রায় ৬-৭ মাস টানা ফলন পাওয়া যায়।

স্মার্ট ১২১৭ টমেটো চাষ করে কত টাকা আয় করা যায়?

আধুনিক পদ্ধতিতে চারা থেকে চারা ১৫ ইঞ্চি দূরত্বে এবং লাইল থেকে লাইনের দূরত্ব যদি ২৭ ইঞ্চি হয় এবং ৩ ফুটের প্রতিটি বেডে যদি ২ টি করে লাইন চারা রোপণ করা হয় তাহলে এক বিঘা জমিতে ৩ হাজার স্মার্ট ১২১৭ টমেটোর চারা রোপণ করা যায়। 

যদি সঠিক পরিচর্যা করা হয় স্মার্ট ১২১৭ টমেটোর প্রতিটি গাছে গড়ে ৬ থেকে ৭ কেজি ফলন দিয়ে থাকে। ধরা যাক, প্রতিটি গাছে যদি গড়ে ৪ কেজি ফলন পাওয়া যায়, আর প্রতিকেজি টমেটো যদি গড়ে ৪০ টাকা কেজি বিক্রি করা যায় ,তাহলে ৪ কেজি মরিচের দাম ১৬০ টাকা। 

ধরা যাক, ৩০০০ গাছ থেকে ৫০০ গাছ মারা গেল তাহলে ২৫০০ গাছ থাকে। তাহলে হিসাব করেন (২৫০০ × ১৬০) = ৪,০০০০০ টাকা।

শেষকথা- স্মার্ট ১২১৭ টমেটো

প্রিয় কৃষক ভাইয়েরা,এই আর্টিকেলটিতে স্মার্ট ১২১৭ টমেটো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, স্মার্ট ১২১৭ টমেটো জাতটি খুব উচ্চ ফলনশীল জাত এবং এই জাতটি চাষ করা খুবই লাভজনক। 

এই টমেটো চাষ করে একজন কৃষক এক বিঘা জমি থেকে ৫ থেকে ৬ মাসে ৩ থেকে ৪ লাখ টাকা অনায়াসে আয় করতে পারে। আপনারা যারা টমেটো চাষ করতে চান তারা চাইলে এই টমেটো চাষ করতে পারেন। 

 

Previou Movie Next Movie